অনির্বাণ চট্টোপাধ্যায়ের কবিতা
সিরিয়াল কিলারের ফিঙ্গারপ্রিন্ট
১
খুন করার পরেও
তার থেকে মুক্তি পাইনি
দুর্গন্ধ পেতাম একটা
তার না থাকার দুর্গন্ধ
২
সকল গোপনীয়তার অন্তত দুটি প্রান্ত থাকে
একজন হারিয়ে গেলে
গল্পটি মৃতদেহের মতো নিস্তব্ধ হয়ে যায়
৩
একটা ব্যক্তিগত বমি নিয়ে জন্মায় সবাই
ঘেন্না করি
মুক্তি পেতে চাই
কিন্তু সবথেকে বেশি কষ্টটা হয় বমি করতেই
৪
গন্ধ আমাকে সবথেকে বেশি শাস্তি দিয়েছে
তার শরীরের সুগন্ধ
তার স্মৃতির দুর্গন্ধ
৫
আমি নিজেকে নার্স ভেবেছি সবসময়
যে অতিযত্নে হাত ধরে নিয়ে যায়
সেই প্রত্যন্ত ভোরে
যেখানে যন্ত্রণা ছাড়া নিজের পায়ে দাঁড়িয়ে থাকে মৃত্যু
৬
বাঘসিংহ বাদ দিলে
জীবনে শুধু জোকার পড়ে থাকে
৭
একজোড়া জুতো পারে
একটা আস্ত মানুষকে লুকিয়ে ফেলতে
৮
আগামী শতাব্দীর সবথেকে বড় আবিষ্কার
একটি শিশুর হাসির আওয়াজ
৯
তোমার দুঃখে কাঁদতে পেরেছি
অথচ সুখে ফুটে উঠিনি কোনোদিন
হয়তো
আলো অপেক্ষা অন্ধকার বেশি জোরে ছোটে
১০
স্মৃতিই একমাত্র চুম্বক
যে মানুষের বয়স কমিয়ে দিতে পারে