ইন্দ্রনীল ঘোষের কবিতা
বাদল দিনে…
কী সমস্ত মেঘে
কী সমস্ত হরফ বাদলায়…
ইহ দিন কেটে কেটে সুগন্ধি রক্ত জমানো—
রক্ত ইলিশ করে
আঁশ নড়ে
কানকো নড়ে
হাল্লা হাকিম পীরে মোহনা ফেটে যায়…
তারপর, বেতার-তরঙ্গটুকু আঁকা
ছোট্ট বিড়ালটিও আঁকা
দৃশ্য থেকে ক্লান্ত ফিরছে রং…
দু-এক পশলা তেল ফুটছে তখনো
সামান্য নুন লাগছে—
ছেতড়ে থাকা অপরাহ্ণ ডিমে
ভিলেইন
জলে ডুব দিতেই
জল, কুরে কুরে খেয়ে নিল আমার শরীর
হাড়গোড় টুকে লেখা হল
সূর্যাস্তের যৌন অপার
শেষ যেদিন ভিলেইনকে দেখি
মাছ কিনছিলাম বাজারে—
অনেক দূরে স্থির হয়ে আছে শত্রুতা…
পলিপ্যাক নিশপিশ করছে তার চোখে