শানু চৌধুরীর গুচ্ছকবিতা

টিমবুকটু
ঋণ – Timbuktu journey to the empire of knowledge


বালির ভিতর ডুবে আছে চটি-জোৎস্না
যে জোৎস্না লুকিয়ে রেখেছিল সাহারার প্রবেশটুকু
সেখানে প্রচুর আলখাল্লা হতে কে যেন দ্যাখে
অপহত জন্মের শহর…
মহিলার আঁকা হাতে কে হয়েছিল
লামার বেঁকে যাওয়া কড়রেখা?
মানুষ ছাড়িয়ে তোমরা মরু হয়েছো
শুকনো মাছ আর চালের গুঁড়োয় রেখেছ
জীবনের পদরেখা।
নদীর ভাঁজ কেন হল সামান্য জুতোজোড়া!
এই তবে হোক, আলো ফুটুক
বেদুইন বর্ণান্ধে জ্বলে উঠুক রচনার পাঠোদ্ধার


নদীগুলো ক্যারাভ্যান।
আর সোনায় মোড়া সমস্ত কোরান হয়ে উঠল লিপিবিদ্যা
তবু কোথাকার কৃষি যেন কোথায় মিলে যায়
মাটি পেকে রং হয়ে ওঠার আগে,
রাস্তার মাটিতে কে বিক্রি করেছিল সফেদ জুতোর মাপ?
কালোমানুষ বসে থাকে পোশাকের গুণে
পরিসর হয়, খাঁজকাটা দেওয়ালের অক্ষর
যেখানে শান্ত হয়ে দেখা যেতে পারে জলের বিভাজিকা


টলেডো… কৃষ্ণসার হল তোমাদের অস্ত্রগুলো
হাতির দাঁতের ছায়াতলে কীভাবে এনেছ প্রদীপের শিরা?
কাপড় গলে যায়! মেশিনের সূঁচে জীবিকা হতে হতে…
গলে যায় মানুষের আনন্দে মানুষের ছোঁয়া
এই তবে নিকটতম গতি
যেখানে আলাপ হল বাবার লিপিভর্তি কাচের আলপনা


সংরক্ষিত লবণ গলেছিল, তোমার নিজস্ব কমলা আঙুলে
যতটা শৈশব বীজ ও গণিত হয়েছিল
ততোটা ফতোয়া ঝুলেছিল সোনা আর পর্যটকের ভূমিকায়
শান্তি তৈরি হোক হিকমা দালার চাকায়
যেখানে ছেঁকে উঠবে তোমার তৌহিদ!

Spread the love
By Editor Editor কবিতা 12 Comments

12 Comments

 • অনবদ্য অনবদ্য❤️

  জা তি স্ম র,
 • খুব ভালো শানু

  মনোজ দে,
 • অত্যন্ত ভালো লেখা।❤❤

  অভিষেক নন্দী,
 • ভালো লাগল, বেশ।

  Umapada Kar,
 • বেশ ভালো লাগল।

  rana bosu,
  • খুব ভালো লাগলো দোস্ত বিশেষ করে দুনম্বরটা

   Rajasingha,
 • দৃশ্য আর দৃশ্যহীনতার মাঝে কবিতার গ’ড়ে ওঠা, বেশ ভালো লাগল।

  ইন্দ্রনীল ঘোষ,
  • লেখা পড়িয়ে নিলো ♥

   দেবাশিস বিশ্বাস,
 • ভাললাগল।

  arkayan basu,
 • খুব ভালো লাগলো রে বিশেষ করে দুনম্বরটা

  Raja singha,
 • যাঁরা কমেন্ট করেছেন। আমার লেখা মন দিয়ে পড়ে মতামত জানিয়েছেন, তাঁদের সকলের প্রতি কৃতজ্ঞ আমি।

  Shanu Chowdhury,
 • ২, ৩, ৪ সবচেয়ে বেশি ভালো লেগেছে। প্রথমটাও ভালো লাগেনি তা নয়। ওতে “জীবনের পদরেখা” এ উচ্চারণটা খানিক স্থুল মনেহয় তেমনি শেষ লাইন দু’টির উপসংহার প্রবণতা আমার ভাষাবোধে বাধে। এক্ষেত্রেও বলব যে তোমার যদি এটা স্বতঃস্ফূর্ত এসেছে মনেহয়, আমাকে উপেক্ষা করাই ঠিক হবে। কারণ পুরো চারটি লেখা মিলে যে সহজ দার্শনিক উচ্চারণ করছো তুমি ভূগোলের এ গলি ও গলি বেয়ে বেয়ে তাতে তা সহায়কই।

  রাহেবুল,
 • Your email address will not be published. Required fields are marked *