গৌতম দাস
‘তবুও প্রয়াস’ প্রত্যেকবার চেষ্টা করে এমন একজন কবিকে তুলে ধরার যিনি একেবারেই আড়ালে থেকে গেছেন। বলা যায় পাঠক সেভাবে ওই কবির নামই শোনেননি। কিন্তু তাঁর কলম এতটাই শাণিত আমাদের মরচে পড়া পাঠকসত্তাকে ফালাফালা করে দিতে পারে। এবারের কবি গৌতম দাস।
প্রচ্ছদ: শ্রীমতা রক্ষিত
