গৌরাঙ্গ মণ্ডলের কবিতা
খুন

আমার হতাশা, তোকে ছাদ থেকে ঠেলে দিচ্ছি নীচে। যমজ ভাইয়ের মধ্যে এরকম খুনসুটি অন্যদের কী ভালো যে লাগে! যা, গড়িয়ে যা। গোলাপী ঘিলুর গন্ধে লোক বাড়ছে। আমি কী পালাব? পা কোথায়?— বাতাসে কুমির ছিল। হাত কই?— ডানা বানিয়েছি।
আমার হতাশা, তোর বহু আগে প্রস্তাব ছিলাম। দক্ষিণে সময় খোলা। অনুমতিহীন ছড়িয়ে দিতাম ঐ নীলস্কার্ট মেয়ে। রক্ষে ছিল না কিছুই। পাখিদের এঁটোফলে এতটা সবুজ। তুই এলি, ভাই আমার, একটাই মরণ, তাকে ভাগ নিতে পারি!