পার্থজিৎ চন্দের কবিতা
অন্তিম
তাঁত থেকে মাকু উপড়ে ফেলেছি। রক্তপাতহীন হত্যাপ্রণালী ও রাত্রি ঘাতক
: ঘনঘোর আবরণ আজ ভূমিকাবিহীন। তবে আমি ফিরে যাই
: এই ঘরে পশুছাল। আমি যাকে প্রতিদিন মারি সে আমার অন্তিম হনন
: আমি সেই প্রাচীন গোসাপ, যে তোমার সোনার আংটি সচেতন গিলে ফেলেছিল
: বঁড়শি-বেঁধা ঠোঁটে অন্তিম চুম্বন। আমাদের মীনজন্মে ফাটা ওষ্ঠাধর

জন্মে জন্মে কেন শুধু আমাদেরই ডেকে যায় অগ্নি-সরোবর!
জাতিস্মর
মনে পড়বে জাতিস্মর জন্মের কথা
মনে পড়বে বিষণ্ণ বৃষ্টির রেখা; দূর উপত্যকা
মনে পড়বে সেই রহস্যময় হ্রদ
যার থেকে মাঝরাত্তিরে উঠে আসে
তামস-মহিষ, তার অদৃশ্য মাথায়
ঝকঝকে শত-সহস্র শিং
মনে পড়বে তার নিঃশ্বাস
পাহাড়ের ঢাল বেয়ে নামে
মানুষের গায়ে পড়ে
আর ঘুমের ভেতর
টলটলে রক্তহ্রদের চারপাশে
মানুষের দীর্ঘ পর্যটন শুরু হয়ে যায়