লেখক নয় , লেখাই মূলধন

প্রণবশ্রী হাজরার চিত্রকর্ম

ক্ষুধার্ত সময়ের চিত্র

[প্রণবশ্রী ইঞ্জিনিয়ারিং-এ স্নাতক। বর্তমানে ফ্রিল্যান্সিং করেন। এখানে তাঁর ছবিতে উঠে এসেছে আস্ত জীবন। বিষণ্ণ অথচ অপেক্ষার প্রান্তরে জেগে থাকা আশা কিংবা নিরন্ন দুটো হাত। প্রণবশ্রীর কথায়— জীবন লেখা সহজ নয়, যতটুকু পারা যায় তাই তুলিতে লিখি।]

মিডিয়াম: Ink & Pen On Paper

সময়: 2020

ক্রমশ…

প্রণবশ্রী হাজরার চিত্রকর্ম

পছন্দের বই