লেখক নয় , লেখাই মূলধন

প্রীতম বসাকের কবিতা

একটি সহজ মানুষের জন্য

চার ফর্মার সত্যকে ব্যাক কভারে রেখে
উঠে আসছে আমার মাতামহ
হাতে পায়ে পৃথিবীর শিশুমুখ

আমি তার জলপানি বাহক
পান্তা কাঁচা মরিচ পেঁয়াজ
আর কুচো দারিদ্র্য

চিত্র: জর্জিয়ো দি চিরিকো

ওঁর ঘামে বৃষ্টিসমগ্র

পুকুরে মুখ ধুয়ে তিনি খেতে বসছেন
কাছে কাছেই দু’একটা পাখি ফুটছে
একটা দুটো কাঠবিড়ালির ব্যঞ্জনা

আমি প্রজাপতি হয়ে যাচ্ছি ক্রম ভেঙে
আর দাদুর গায়ে পিঠে মাথায়
রেখে দিচ্ছি পতঙ্গের অবোধ
ধান রান্নার কিংবদন্তী

অতঃপর বৃদ্ধ আমার মুখে তুলে দিচ্ছেন
তার অন্ন, মকর এবং পাঁজরের অভিশ্যামল

প্রীতম বসাকের কবিতা

পছন্দের বই