লেখক নয় , লেখাই মূলধন

রাজর্ষি দে’র গুচ্ছকবিতা

কোয়ারেন্টাইন


বদ্ধ সময়ের ইশারা হিলহিলে ছুটে যাচ্ছে
বিষ থেকে ফণার দিকে


দেওয়ালের গণ্ডিতে আটকে আমরা
বিছানার ডাঙাতে আশ্রয় খুঁজছি
দাঁতের সারিতে হাত বুলিয়ে খুঁজছি কুমিরের দাঁতের আভাস


আঙুলের ডগাতে চোঁচ ফুটে আছে
মাংসের ভেতর যত অনুসন্ধান চলছে
ততই গভীরে ডুব দিচ্ছে গাছের ফসিল


ঘড়ির অপেক্ষা এত সুদীর্ঘ হতে পারে,
কারখানার ভোঁ-এর থেকেও কঙ্কাল
সহবাসী স্বর


ঘরে আলো এলে ভয় লাগে
পার্শ্ববর্তী মুখের রেখায় লাগে
কপট মায়া


বৈদ্যুতিন জানালা দিয়ে ছবি ঢোকে ঘরে
শখ ফুরোলে এলবাম বন্ধ হয়
আমরা গুহায় শুয়ে পড়ি


যত ঘুম কমে
আমাদের হাঙরের খিদে পায়,
চিবানোর হাড় খুঁজি


শীত বাড়ে
চেরা জিভ ঘুম খোঁজে

রাজর্ষি দে’র গুচ্ছকবিতা

পছন্দের বই