শর্মিষ্ঠা বিশ্বাসের কবিতা
বহুগামী

অভ্র পাহাড়ে বেড়াতে বেড়াতে পায়ে করে নিয়ে এলাম ফুলের বিশুদ্ধ পরাগ।
শুনতে পাচ্ছি দূরের গুনগুন গান…
আকাশে জ্বলজ্বল করছিল কাচের বাক্সে সাজানো দ্বিতীয়, তৃতীয় অধ্যায়।
মোহো’র গাছের কাণ্ডে গাঁথা মৌচাক ছেড়ে শ্রমিকেরা দল বেঁধে একটি রানি মৌমাছিকে গার্ড করে উড়ে যাচ্ছে বহুগামী পুরুষের মতোই।