শামসের আনোয়ারের অপ্রকাশিত ও অগ্রন্থিত কবিতা
অপ্রকাশিত কবিতা
নিভৃতে
আমাকেও নাও রহস্যময় পাতাল গুম্ফা
সন্ন্যাসীর খোলা জটা আমাকেও নাও—
অভ্রের উজ্জ্বল ছটা নাও আমাকে
বুক থেকে এতগুলো ফল
গড়িয়ে পড়ে গেল
একে একে অন্ধ হল সব ফুল
চোখের ভিতর ছটফট করে মারা গেল অনেক পাখি
গাছগুলি এখন বাঁশিতে ছড়িয়ে গেছে
বরফের ঠান্ডা হিম ঘুম
পাহাড়ের কুঁজ নীচু হয়ে ছায়া ফেলছে
আর নদী, ওই নদীর শীর্ণ বুকে মুখ গুঁজে
ডুকরিয়ে কেঁদে উঠব এবার আমি
কেননা আমার ঘোড়াটি মারা গেছে
আমার প্রিয় ঘোড়াটি কালরাতে মারা গেছে।
কৃতজ্ঞতা: জাবেদ আল মাসুদ
অগ্রন্থিত কবিতা
পৃথিবীর বিজ্ঞান
পৃথিবীতে মৃত্যু বলে কিছু নেই
কেননা মৃতদের শাসনেই আমরা বেঁচে আছি
মৃতদের ছায়ায় আমাদের শরীর পুষ্ট হয়
আমাদের চিন্তা মৃতদের অবয়ব জড়িয়ে থাকে
এবং মৃতরা যা কিছু শূন্য, ফাঁকা
তাদের আকার ও গঠন দিতে পারে
এই গ্রাম, যাকে আমরা পৃথিবী বলি
সেটা গড়ে উঠেছে মৃতদের পাহাড়ের নীচে
মৃত্যুর কোনো ভ্রান্তি-বিলাস নেই
পৃথিবীর বিজ্ঞান মৃত্যুর হাওয়ার ফাঁকে ঝোলে।
[শতভিষা, ১৩৯৪, সংখ্যা ৬৯]
কৃতজ্ঞতা: পৃথ্বী বসু