সুদীপ্ত মাজির কবিতা
অসমাপ্ত গানের খাতা : ১৮
গানে গানে বজ্রপাত—
এরকমও হয়?
যখন বিকেল ভেঙে সন্ধ্যা হয়!
খুব সন্ধ্যা হয়!
নিজের বাইরে যেতে ভয় করে, ভয় করে খুব!
বাইরে বিদ্যুৎগর্ভ মেঘ নামে
অসি হাতে
সন্ধ্যার সময়!
অসমাপ্ত গানের খাতা : ২০
সুর যাকে স্পর্শ করে গোধূলিতে
জেনো তার ব্রহ্মলাভ হয়
সমুদ্রস্নানে যাওয়া পুত্তলিকা
সন্ধ্যার সময়
বাড়িতে ফেরে না আর
কোজাগরী আলো হয়ে জ্বলে
কার্তিকের মাঠে ঘাটে জেগে থাকা
মানুষের
নির্জন ফসলে…
অসমাপ্ত গানের খাতা : ৩৫
অসীমের থেকে দূরে বসে আছে সীমা।
সুর সে আয়ুধ, যার লম্বচ্ছেদের দ্বারা
দু-জনের সম্পর্ক পরিমাপ করে
সীমা অসীমের যত ঝগড়াঝাটি পরিমাপ চলে।
এই চিররহস্যের ঠিক মাঝখানে একদিন
অনন্তও আবির্ভূত হলে
আরও দ্রবীভূত হয় গান— আর তন্দ্রার ভুবন
ঘেরাবারান্দার মধ্যে আরও কিছু স্বপ্নের আয়ুধ
সংগ্রহ করে যাতে আয়ুষ্কাল কিছু দূরব্যাপী
নতুন পেখম মেলে সঞ্চারী ও আভোগের
ডালে বসতে পারে !