লেখক নয় , লেখাই মূলধন

সুবীর সরকারের গুচ্ছকবিতা

সাঁতার

বকুনি এড়াবার জন্য হয়তো
মাঠ, বাগান ও
শস্যক্ষেত্র
তারপর পা ফসকে
গেল
চোখে জল। আমরা সাঁতার
জানি

গল্প

বাতাসের ভিতর থাকতে থাকতে
শরীরে পুলক। ছবিতে গল্প নেই
চরিত্রের সাহচর্য নেই! বাতাসের
ভিতর আসতে আসতে ঝিনুক
কুড়োই

দুপুর

মাইলখানেক যাব।এরপর ফিরতে হবে।
ভরদুপুর।পাতকুয়োয় বালতি নামছে
ক্লান্তি থাকে না।আমি তো নির্জন হতে
রাজি!

চিরুণি

বাক্যালাপ প্রয়োজনীয় নয়
নিজের মতো কাজ করুন
নদীর সিথানে দাঁড়িয়ে
অবলম্বন বলতে জাস্ট
চিরুণি

শীত

শস্যের দানা অপেক্ষা করছে কাঠবেড়ালির
জন্য
শীত ও বর্ষার এই পৃথিবী
পাখিঠোঁটে বাদামখোসা
জরুরি হয়ে উঠেছে নদীর
মাছ

বিবৃতি ১

আসুন, আবহাওয়া মনোরম
আপনাকে পছন্দ করি
ভালোবাসি খোশমেজাজ
কাহিনি ও কথন থেকে দৃশ্যের পর
দৃশ্যগুলি

বিবৃতি ২

সূর্যাস্তের পর গল্প শুরু
গোড়ালিতে সামান্য ব্যথা
দেরিতে চাঁদ উঠছে
আজকাল

সুবীর সরকারের গুচ্ছকবিতা

পছন্দের বই