সেখ সাদ্দাম হোসেনের কবিতা
মুখোমুখি
ক্ষমা কোরো না আমায়
এই যে নতমুখে তোমার সামনে গিয়ে দাঁড়াই

এটাই কম কি পাওয়া বলো!
এই সুযোগ, এই দৃশ্য
অনেক দূর থেকে বিগ্রহের মতো দেখায়
জীবন, কতকিছুর নিবেদন
আমাদের অতৃপ্ত বোঝাবুঝি, অলক্ষ্যে ধর্ম হয়ে যায়
ক্ষমা কোরো না আমায়
এই যে নতমুখে তোমার সামনে গিয়ে দাঁড়াই
এটাই কম কি পাওয়া বলো!
এই সুযোগ, এই দৃশ্য
অনেক দূর থেকে বিগ্রহের মতো দেখায়
জীবন, কতকিছুর নিবেদন
আমাদের অতৃপ্ত বোঝাবুঝি, অলক্ষ্যে ধর্ম হয়ে যায়