লেখক নয় , লেখাই মূলধন

শুভম চক্রবর্তীর কবিতা

বাড়ি

মেঘের ঈশ্বর আমি
ঈশ্বরের মেঘমুক্ত বাড়ি
বিষাদটোটেম ছুঁড়ে
ঘরছাড়া করি; তবে ছাড়ি!

সুজাতার মেলে দেওয়া
অবিভক্ত ব্যথার ফার্মেসি
নির্মিত আড়াল থেকে লেখাজোঁখা
তার চেয়ে বেশি, কিছুই হলো না আর
এ জীবনে সকলের মতো
দুখজাগানিয়া, তুমি, ঘুমভাঙানিয়া এসো
খুলে দাও ক্ষত
সুজাতা সম্পর্কে যত
আগুনের সর্বনাম দেখি
ছিটকে পাঁজর ভাঙে
নেশাতুর সমস্ত প্রতীকী
ঈশ্বর মহান, মাইরি…
হোক তবে আজ থেকে আড়ি
আমার বুকের ব্যথা জমাটিয়া মেঘ হয়
ঝরে পড়ে ভেসে যায়
ঈশ্বরের বাড়ি

নির্বেদ

অমুককে না পেলে আমি মরে যাব
তমুক না দিলে আমি মুখ থুবড়ে পড়ে থাকব
আদিগন্ত বালিস্তূপ এবং কাদায়
অমুক অমুককে দেখে হাসে কাঁদে খেলা করে
সে খেলা প্রাণের
এভাবেই ক্রমাগত সংখ্যা বাড়ে অথচ মরি না
তখন বিচ্ছিরি লাগে ধুত্তোর মৃত্যুকে এক হিন্দি নায়িকার গোপনাঙ্গ— চুল মনে হয়
অতিকায় স্পর্ধা নিয়ে যাকে আমি ছুঁতেও পারব না

কেশাগ্র স্পর্শহীন অসহায়তার কাদাজল
অমুক তমুক আর শামুকেও শান্তি রাখা নেই

অস্তরাগ

পোড়া মাটির শূন্য দেউল কান ভাঙাল বলে
আমি দিগন্তঢেউ নিংড়ে সাদা অন্ধকারের কোলে
যে জন জলের ভেতর থাকে ভাসে রিক্ত দুটি বাহু
স্নায়ু অতি উদার হলে পথে খই ছড়িয়ে পড়ে
সবাই অশ্রুধ্বনি করে পথও ফোঁপায় একা একা
পথে আরাম থাকে হোঁচট থাকে তবু প্রধান দেখা
দেখা ভালো সহজ চোখে আর সর্বনেশে হাওয়া
পাথর গড়তে থাকে ভাঙতে থাকে দিন ফুরিয়ে যাওয়া

বাহ্যজ্ঞান

সামনেই খলবল করছে, কিন্তু আমি…
ধরতে পারছি না
দেখেছি তুলিনে আমি গাভিন তুলোয় মোড়া হাতি
অশ্বের প্রবল বেগে ধাবমান আছাড়িপাছাড়ি
ধুর ধুস আহা উহু বাহ্যজ্ঞান চোরাগোপ্তা আলো
গভীরে গড়গড়া টানছে
এত ধোঁয়া চিনতেই পারছি না
গড়াচ্ছে রগড় করছে লুটোচ্ছে পুটোচ্ছে ঝোপেঝাড়ে
নীল দৈবঅভিজ্ঞতা ল্যাতানো সাপের ফণা ভেঙে
চলে গেল… ঝোপেঝাড়ে… কোন ঝোপ চেনাই যাচ্ছে না
তিনটি অযৌন অঙ্গ হেঁটে যাচ্ছে গ্রামীণ বাতাসে
লাবডুব লাবডুব শব্দে
কোথায় যে চলছে সে, বোঝাই যাচ্ছে না

উন্মোচন

সাজানো প্রচ্ছদচিত্র
রং ও রেখায় কত নশ্বরতা নড়াচড়া করে
প্রত্যেকে নিজেকে ডাকে
সমান্তরাল কোনও স্বপ্নের নিকষ আড়ালে
যৌনতা বিস্তার পায়
পাতার গভীর অনুমানে
যে যার নিজের দিকে
মুখ ঘুরে থুতু ছুড়ে দেয়
একটি অমোঘ গান; থেমে যায়
দূরে আরও দূরে
দিগন্তের সারাগায়ে, কোমরেও আঁকিবুকি কাটি
রং ও রেখায় নয় নখে দাঁতে জিভে ও আঙুলে
সাজানো প্রচ্ছদচিত্র ক্রমশই খুলে যাচ্ছে… খুলে…

Facebook Comments

পছন্দের বই