লেখক নয় , লেখাই মূলধন

সেলিম মণ্ডলের কবিতা

এমনই বসন্তদিন


আরো, আরো পিপাসা দাও

খসে যাওয়া রঙিন দিনে
পাতার গুঞ্জন কি তুমি শোনো?
আমার দুধনখ
তোমার কেন গলা চেরার ভয়?
মুহুর্মুহু বাতাসে রোদের মাংস ঝোলে

পলাশ, সে কখন আদর হয়ে উঠবে?
তোমার খোঁপা নেই
বন্ধ্যা এক তারা, ফুটে ওঠে
ফেটে ফেটে!


এমনই বসন্তদিন
কার ডানায় কখন পাখি হয়ে উঠবে
কোনো নিষিদ্ধ খাঁচাও তা জানে না

Facebook Comments

পছন্দের বই