লেখক নয় , লেখাই মূলধন

সৌরভ বন্দ্যোপাধ্যায়ের চিত্রকর্ম ‘ইন ডার্ক টাইমস্‌’

সৌরভ বন্দোপাধ্যায় ভিজুয়াল আর্ট নিয়ে স্নাতক স্তরের ফাইনাল ইয়ারে শিক্ষারত। ওঁর কাজের মূল বিষয় মানুষ ও তাঁর মন। শাশ্বত মানুষ প্রকৃতির সন্তান। প্রকৃতির কোলেই তাঁর জন্ম , বেড়ে ওঠা, লয়… মানুষের বাহ্যিক আবরণের ভিতরে আরেক মানুষ লুকিয়ে থাকে যে বা যিনি আমাদের নিয়ন্ত্রণ করেন বাহ্যিক অবস্থার তারতম্য এ সাড়া দেন।  সৌরভের ছবি সেই ভিতরের মানুষের সন্ধান। মূর্ত থেকে বিমূর্তের দিকে যাত্রা। এই অন্ধকার সময়ে আমাদের অবস্থান এবং নিজস্ব মানসিক প্রভাব চলে এসেছে ছবির প্রেক্ষাপটে। সেই সময়কে ধরে রাখার একটা ছোট্ট প্রচেষ্টা করেছেন সৌরভ।

Facebook Comments

পছন্দের বই