লেখক নয় , লেখাই মূলধন

অনিন্দ্য রায়ের ধারাবাহিক: ফর্মায়েসি

সপ্তম পর্ব

কৃত্তিকা
(Pleiades)

এই ফর্মটির সঙ্গে আমাদের পরিচয় করিয়েছেন আমেরিকার কবি ক্রেগ টাইগারম্যান। সাতটি তারার সমষ্টি কৃত্তিকা (Pleiades)-র নামে এর নাম।

৭ লাইনের কবিতা।
প্রতিটি লাইনে থাকে ৬টি সিলেবল।
শিরোনাম ১টি শব্দে।
শিরোনামের প্রথম অক্ষর আর প্রতিটি লাইনের প্রথম অক্ষর একই হবে।

Maryse Achong-এর লেখা:

(Seven Sisters) Maia Nebula

Seven Sisters in the sky
Subaru’s another name;
Seen by any naked eye.
Sometimes they are also called
SED, Matariki
Science named them The Pleiades
Seven lines of poetry.

বাংলায় এই ফর্মটিকে বলতে পারি ‘কৃত্তিকা’:

আরোগ্য

আজ ভোর একটু বড়ো
আকাশ এখান থেকে
আগের মতোই দূরে
আদিগন্ত ফাঁকা
আমরা দেখব বলে
আবার মাথা তুলছি

নির্যাস
(Essence)

আমেরিকার কবি এমিলি রোমানো (জন্ম: ১৯২৪) এই ফর্মটি সৃষ্টি করেছেন।
২ লাইনের কবিতা।
প্রতি লাইনে ৬টি করে সিলেবল।
অন্ত্যমিল ও মধ্যমিল (এক বা একাধিক) থাকবে।

এমিলি রোমানোর লেখা:

Trees moan; stiff branches arch—
Pine koan: the Idea of March!

বাংলায় আমরা এই ফর্মটিকে ‘নির্যাস’ বলব।

কার্নিশে ভিজছে কাক
শ্রাবণ বাইশেরই থাক

(ত্রিপাত)
Tri-fall

জান টার্নার এ ফর্মটির আবিষ্কর্তা।
১৮ লাইনের কবিতা, তিনটি স্তবক, প্রতিটি স্তবকে ৬টি লাইন: লাইনগুলি যথাক্রমে ৬-৩-৮-৬-৩-৮ সিলেবলের।
অন্ত্যমিলবিন্যাস:

ক খ গ ক খ গ ঘ ঙ চ ঘ ঙ চ ছ জ ঝ ছ জ ঝ।

যতিচিহ্ন থাকবে না অথবা যতিচিহ্নের ব্যবহার হবে ন্যূনতম।

জান টার্নারের একটি ট্রাইফল:

Destiny’s starway

the stillness of the night
brings a calm
erasing the sun’s illusion…
worry is out of sight
with a psalm
replacing the day’s confusion

looking up to the hills
mists divide
providing celestial parting…
I know if heaven wills
I’ll reside
in holy lands God is charting

How can I wish for more
when day ends
with Luna to guide my starway…
following as before
night descends
while backdropping heaven’s highway

একে ‘ত্রিপাত’ নামে ডাকতে পারি।

কবির মদ

দুয়েকটি কবুতর
চিঠিদের
পড়তে পেরেছে হয়তো বা
মাথা নীচু অক্ষর
ছুঁয়ে ফের
হয়ে গেছে পুরো বোবা

জানতে চাইছি আমরা
লেখা কী
রয়েছে গোপন সংবাদে
সব কি মিত্রাক্ষরা
না বাকি
সামান্য অমিলেও কাঁদে

তবে এতোটা না
বিশারদ
কবিতা এবং শরীরী
আমি পায়রার দানা
কবির মদ
ভেবে চিঠিপত্র ছিঁড়ি

প্রথম পর্ব

দ্বিতীয় পর্ব

তৃতীয় পর্ব

চতুর্থ পর্ব

পঞ্চম পর্ব

ষষ্ঠ পর্ব

Facebook Comments

পছন্দের বই