লেখক নয় , লেখাই মূলধন

বাসব মণ্ডলের গুচ্ছকবিতা

শহর


ঘোড়া লাগাম আর
একটা স্বপ্ন
হৃদয়ের প্রত্যেকটি ধমনীই
এক-একটা শ্যামবাজার


পাউচভরতি ব্যথা
সস্তায় স্যাসিয়েশন
গর্ভপাতের কষ্ট
লুকিয়ে থাকে
খালাসির প্রত্যেক দেওয়ালে
নিশ্চুপে


তৈরি হচ্ছে ‘মা’
আছে মাটি
তারা হয়তো মানুষ

হয়তো শুধুই দুটো হাত
একটা হাঁড়ি
আর অনেকগুলো পেট


কালো হরফ
সাদা ব্যাকগ্রাউন্ড
অসংখ্য বই পেরিয়ে
চলে যায় ট্রামলাইন

হাজারো বাড়ির ভিড়
কোনো একটার সিঁড়ি বেয়ে
উঠে বসে শৈশব
কফি টেবিলের আড়ালে


ট্রাম লাইনের তার বেয়ে
ফালি চাঁদ উঠে বসে
দূর মগডালে

ল্যাম্পপোস্ট বেয়ে নেমে আসে
বিভাজিত সাদাটে আলো

শেষ বাসে লুকিয়ে থাকা
বেশ্যার স্বপ্ন ভ্রূণ
আর জেগে থাকা রাস্তার
সঙ্গম কল্পে
রচনা হয় বাস্তবের গন্তব্যপুরাণ

Facebook Comments

পছন্দের বই