কবিতা
অর্ঘ্যকমল পাত্র
ধ্রুপদী
আমার বন্ধুরা কত কথাই বলে, তোমাকে দেখলে
তোমার বন্ধুরা কত কথাই বলে, আমাকে দেখলে
অথচ,
আমি তোমাকে দেখলে চুপ
তুমি আমাকে দেখলে চুপ
আমাদের বন্ধুরা কত কথাই না বলে
আমাদের দেখলে…
অপেক্ষা
সে আসতে পারে শেষ মুহূর্তে—
এই কথা ভেবে
আমি মুহূর্তকে আর-ও দীর্ঘ করে রাখি
যে-কোনো মুহূর্তে সে আসবেই—
এই কথা ভেবে
আমি মুহূর্তকে বড়ো বেশি ছোটো করে ফেলি
এবং এর ফলে
মুহূর্তেরা ভেঙে যায়
টুকরো করে আমাকে!
অসুখ
যে-বৃষ্টি তুমি চেয়েছিলে
যে-বৃষ্টিতে তুমি ভিজেছিলে সারারাত
সে-বৃষ্টিকে চোখেও দেখিনি আমি।
আমি কেবল চেয়েছিলাম
তার গন্ধ…
এই
এবং বৃষ্টির গন্ধে
ঘুমিয়ে পড়েছি সারারাত…
তৃতীয় বিশ্ব
পাহাড়ের গল্প মাঝেমধ্যেই শুরু হয়
পাহাড়ের গল্প কোনোদিনই শেষ হয় না
এবং যাদের কোনোদিন-ই
কোনো পাহাড় দেখা হয়নি
পাহাড়ের গল্প শুনে
তাদের ভিতরে ভিতরেও
একটা বিশাল পাহাড় জেগে ওঠে
যে-সব আর কিনে দেওয়া হল না
চুড়ি
শুধুমাত্র শৌখিন সৌন্দর্য
বেশিদিন থাকে না
ভেঙে যায়। চুরমার…
টিপ
সংস্কারে বিশ্বাস নেই। জানি।
অসতর্কতার মতো পুনরাধুনিক তুমি
অগত্যা তোমার কপালে
পরিয়ে দিতে চাই না— আমার চিহ্ন
কাজল
এ যেন তোমার
উতলা চোখের বালি।
কোনো কোনো ঢেউ আসে
ঘেঁটে দেয়…
লিপস্টিক
সে তো
ঠোঁট শুকিয়ে যাওয়া মেজোবোন
শুধু গান ধরলেই
উজ্জ্বল লাগে সব কিছু!

অর্ঘ্যকমল পাত্র
জন্ম— ১০ ই অক্টোবর ২০০২। চন্দননগরের নিকটে এক গ্রামে বসবাস। মাহেশ শ্রী রামকৃষ্ণ আশ্রম বিদ্যালয়ের (উঃ মাঃ) ছাত্র। বিভিন্ন পত্র-পত্রিকায় বিগত দেড় বছর ধরে লেখা প্রকাশিত হচ্ছে। এখনও অদ্ভুত কোনোকিছুর খোঁজ চালিয়ে যাচ্ছে…