Categories
অন্যান্য

সূচিপত্র

Categories
অন্যান্য

সম্পাদকীয়

পথ আর গলি নয়, হয়ে উঠেছে রাস্তা। রাস্তার ঠিক কোন জায়গাতে দাঁড়িয়ে তা অনুধাবনযোগ্য কিনা জানি না। তবুও যেতে হবে। এতটা দূর যেতে হবে যেখানে নিজের ছায়াকে মনে হবে একটা বট গাছ, যার ঝুরি ধরে ঝুলতে ঝুলতে পৌঁছে যাওয়া যাবে আমাদের শৈশবে। একমাত্র শৈশব পারে আমাদের না-কাদামাখা পা’কে ভীষণভাবে চুমু খেতে।

Categories
কবিতা

অমিতাভ মৈত্রের কবিতা

সতর্কীকরণ

যদি বাতাসকে জব্দ করে খড়কুটো জুটিয়ে দেওয়াল তৈরি করতে পারো
তোমার জায়গা তাহলে এখানেই।

আর নিষিদ্ধ পাখিদের লুকতে যদি কপাল অবধি টুপি নামিয়ে হাঁটো
এখানে থাকা কঠিন হবে তোমার।

Categories
কবিতা

জহর সেনমজুমদারের গুচ্ছকবিতা

সন্ধ্যা

থাকবে না

থাকবে না, এইখানে আর কোনো পিঁপড়ে থাকবে না; থাকবে না, এইখানে আর কোনো ফড়িং থাকবে না; মধু নেই নুন নেই চিনি নেই;  মুখে সস্তা পাওডার মেখে বসন্ত ও কোকিল একই সঙ্গে ভাঙা রাস্তায় মুখ থুবড়ে পড়ে আছে;

Categories
কবিতা

প্রীতম বসাকের কবিতা

সামগান

জল পড়ার শব্দে জেগে উঠছে যূথগণ
রসুইখানা থেকে উড়ে যাচ্ছে ভাতগান
পুরুষ জেগে উঠছে মন্ত্র নিয়ে

Categories
কবিতা

রুদ্রদীপ চন্দের কবিতা

অপমান জাতক


আপনার ফোনের প্রতি রিংটোন জীর্ণ, ক্ষয়মান।
ধুঁকতে থাকে নাভীশ্বাসের মতো। অবিশ্বাস যেটুকু
তার কাছে অধিকৃত তিল শুয়ে আছে।

Categories
কবিতা

অভিষেক মুখোপাধ্যায়ের কবিতা

কণিষ্ক

মেধাশষ্পে হাসিমুখ, হিসহিসে রসনাদ্যোতনা
জড়ালো ভূগ্রন্থিডগা, দিকচিহ্ন- জিপদীর্ঘশ্বাস;
ইঞ্জিনের স্যাফ্ট চিড়ে শূন্যকাপ নীল অন্তর্বাস

Categories
কবিতা

শুভম চক্রবর্তীর কবিতা

বাড়ি

মেঘের ঈশ্বর আমি
ঈশ্বরের মেঘমুক্ত বাড়ি
বিষাদটোটেম ছুঁড়ে
ঘরছাড়া করি; তবে ছাড়ি!

Categories
কবিতা

সেখ সাদ্দাম হোসেনের কবিতা

গুজারিশ


ও বাড়ির ছাদ, এ বাড়ির কার্নিশের সাথে কথা বলছে না আর
প্রাচীরের পাশে একটা নির্জন বেড়ে উঠছে

Categories
কবিতা

প্রগতি বৈরাগী কবিতা

বিলো দ্য বেল্ট


ডিওরের পাশে বেমালুম ধরে যাচ্ছে ডাস ক্যাপিটাল
রাষ্ট্র আমাকে উদার করেছে, রঙিন…
চওড়া হাসতে হাসতে,
আমি এ ফাল্গুনে কিনে এনেছি
কালো চশমা আর সাদা লাঠি