Categories
কবিতা

কৌশিক সেনের কবিতা

সেতার

যেদিন ছোলা ক্ষেতে আগুন লাগল, আমি সেদিন ঘুম থেকে উঠে ব্রাশ করছিলাম। শাওয়ারে স্নান করেছিলাম অনেকক্ষণ ধরে, যখন জানতে পারলাম আগুন লেগেছে কচি ছোলার ক্ষেতে। শাওয়ারের জলে পোড়া ক্ষেতের গন্ধ পেলাম সাত সকালেই!

Categories
কবিতা

তন্ময় মণ্ডলের কবিতা

সমুদ্রের গল্প

দিদির দেওয়া লাল মলাটের বইটা তখনও সঙ্গে। আমরা তিনজন মেরিন ড্রাইভে বসে আরব সাগরের বিকেল মাপছি।

বোম্বের দুপুরে নিজেকে বেশ করে সেঁকে নিয়েছি গত দু’দিন। শুকিয়ে নিয়েছি খানিকটা ব্যর্থতা, অনুশোচনা…