লেখক নয় , লেখাই মূলধন

কবিতা

সোহম বিশ্বাস

রোদ

এই শীতেও পোকা ঢোকেনি ঘরে

ওদের শিরদাঁড়া বেঁকে আছে,
ওরা শিখে গেছে,
ঠান্ডায় পচে যেতে হয়।

চামড়া ছিঁড়তে হয় তরল সূর্যাস্তের আগে

কবি

অঙ্ক বইটা বন্ধ করার পর,
চোখ গেল মাকড়সাটার দিকে।
বুঝলাম,
চার মিনিট আমার বইটা খুলতেই
নষ্ট হয়ে গেছে

সকাল

বয়স্করা পিছনে হেঁটে যাচ্ছে…

‘আমি একাই! যার পিছুটান নেই’
এবং
ছায়াটার হাসি পিষে গেল
ডোপামিন-এর ওজনে

দুপুর

অনেক দূর এসে গেছি
কয়েকজন বলেছিল, ফিরে যাও!
এখন এই ছায়াটার জায়গায়
এখন আমার স্বার্থপর পায়ের ছাপ

সন্ধ্যে

এখন সূর্যও আমার পিছনে।

পচা লিকলিকে অশরীরিগুলো
হাততালি দিচ্ছে…

তারায় মেশার আগে
ছায়াটা এগিয়ে দিয়ে আসছে
কোনো এক খেয়া পর্যন্ত…

আইনস্টাইন

আবার ব্যাসার্ধ বাড়ছে ঘড়িটার,
আজ ভগ্নাংশ জানি বলে
শবদেহগুলো দূরে হেঁটে বেড়ায়।

 

Facebook Comments

পছন্দের বই