লেখক নয় , লেখাই মূলধন

কবিতা

উদয় সাহা

গুলমায় গুম হলাম যেদিন


মেঘের চোখে শিউলি ফুল
অথবা লজ্জা?

পাহাড়ের ঠোঁটের কাছে এসে
কেমন খুলে গেল আঁচল,
আর মেঘগন্ধে ভরে গেল বাতাস…!

কই এভাবে তো বিষাদ ভাঙে না
অবরুদ্ধ বাদল দুপুর থেকে…

সকাল, তুমি নিরুত্তর কেন?


আমাদের জংলি যাপনের সামনে
সটান দাঁড়িয়ে থাকে কিছু সোমবারের বুট

বাক্যের তাপে সেরে ফেলি স্নান…

এই ঘাতকগ্রহে মাথা হেঁট করে
আমরা অপেক্ষা করি,

গাছ ধোঁয়াটে সূর্যের বিকেল আর
পাখি ওড়ার গান


আকাশের স্বাদ মেখে নিতে
দরজা খুলে দিলাম—

নাছোড় বর্ষার আচ্ছন্ন দুপুরে মনে হয়,
আকাশ নাকি মন?

প্রিয় গল্পের মতো নিশ্চুপ ধূলিকণা
স্থবির, কুয়াশাজড়ানো সারি সারি গাছ—

যেন স্মৃতি


আমার সমস্ত দৃঢ়তার কোলে
শুয়ে আছে শান্ত নীচু মেঘ

চাদরের নীচে বাসনার বস্তি
এই মানববাগান…

একটা পাহাড়কে ঢাকা হয়েছিল
সাদা চাদর দিয়ে
আর যখন ঘি মাখানো হল
আমার হাতে ফুটে উঠেছিল
পাললিক বর্ণমালা…


ঝড়ে যে-স্বপ্নগুলো গাছহীন হল
সে-স্বপ্নগুলো এই পৃথিবীর সকল
আম আদমির মতন—

ঠিকানাচ্যুত হলে ফলের বোঁটায়
যে-কস লেগে থাকে
সেটুকুই মায়া…


বাতাস পাথর হলে
দুঃখরা বৈদিক ঋষি হয়ে যায়

নদীর ভেতর চৌষট্টি কলা—

একটা ক্রান্তিকালীন চাঁদ

 

Facebook Comments

পছন্দের বই