লেখক নয় , লেখাই মূলধন

কবিতা

ফিরোজ শাহ

ডাম্পিং স্টেশন

ডাম্পিং স্টেশনে

জমে আছে
রংবেরঙের কথার স্তুপ

পঁচাগলা থেকে
বের হচ্ছে লাল আন্ডারওয়্যার ও কালো ব্রা-র

গোপন কথোপকথন।

গমখেত

দু-টি ডিম

একটি ভাঙলে ছড়িয়ে পড়ে উত্তাপ

অন্যটি
জোছনার বেড়া দিয়ে ঘিরে রাখে গমখেত।

চেকশার্ট

চেকশার্ট পরলে

ঝরনা নামে শরীরে
খালের ওপর দিয়ে হেঁটে যাচ্ছি সমুদ্রে

বোতাম ছিঁড়ে

চেকগুলো নেমে যাচ্ছে জলে।

লাইটার

একটা গ্যাসের খনি

পকেটে
নিয়ে হাঁটে মানুষ

আগুনের কান্নায়
রাত হলে

কেঁপে ওঠে লাইটার।

জাক্কুম

পেসার কুকারে

সেদ্ধ হচ্ছে এক কেজি বেদনা
আদা পেয়াজ রসুন জিরা মিশিয়ে

রান্না হচ্ছে

আমার পরজন্মের সুস্বাদু খাবার।

 

Facebook Comments

পছন্দের বই