লেখক নয় , লেখাই মূলধন

হাইকু

মো. মুহাইমীন আরিফ

নভোমণ্ডল
দূরবীক্ষণে চোখ
বৃত্তদর্শন

চাঁদে গ্রহণ
জোয়ারে উপচানো
জলপেয়ালা

সমুদ্রজল
সৈকতে লাবণিক
লবণস্তূপ

চন্দ্রালোকিত
জলের আয়নায়
কে চাঁদমুখ

মুখে আহার্য
পিপীলিকার দল
শীত আসন্ন

বরফরোদ
প্রতিবিম্বিত সূর্য
ডিমকুসুম

পাহাড়শীর্ষে
গলাধঃপ্রক্রিয়ায়
গোধূলি সূর্য

পশ্চিমা বায়ু
পুবে পাতার স্তূপ
ভঙ্গুর বৃক্ষ

শ্রাবণবিন্দু
দিঘির ক্যানভাসে
জ্যামিতি বৃত্ত

১০

মাছের ঝাঁক
বক জেলের কানে
জলের গান

মো. মুহাইমীন আরিফ

স্থায়ীনিবাস কুমিল্লা, বাংলাদেশ। পেশায় শিক্ষক, পদবি অধ্যক্ষ। চাকরিসূত্রে সিলেটে বাস। অ্যাকাউন্টিং থেকে স্নাতকোত্তর করলেও সাহিত্যের প্রতি অনুরাগ ছোটোবেলা থেকেই। হাইকু কবিতার পাশাপাশি অণুগল্প লেখার প্রতিও আগ্রহ রয়েছে। উচ্চমাধ্যমিক স্তর থেকে স্নাতকোত্তর শ্রেণির শিক্ষার্থীদের জন্য অ্যাকাডেমিক বই লিখেছেন মোট সাতটি।

পছন্দের বই