১৫ জৈষ্ঠ্য, ১৪২৮। ৩০ মে, ২০২১
সম্পাদকীয়
অনেকদিন ধরেই আমরা পরিকল্পনা করছিলাম ‘তবুও প্রয়াস ওয়েবজিন’ মাসে মাসে প্রকাশ করার। ধীরে ধীরে সেই কাজের প্রস্তুতিও চলছিল। শেষপর্যন্ত মে মাসে এসে বাস্তবায়িত হল। আমরা বরাবর ভালো লেখা, নতুন লেখার সন্ধানে থেকেছি। এই সংখ্যাতেও আমরা চেষ্টা করেছি সদ্য লিখতে আসা কোনো তরুণের লেখা যেমন প্রকাশ করার, পাশাপাশি তেমন নানা বিষয় বৈচিত্র্যের নিরিখে অভিজ্ঞ কলমচির লেখা।
এই সময়টা কতটা সাহিত্যের জন্য অনুকূল, তা হয়তো প্রশ্ন রাখতে পারে। তবে ঘরবন্দি মনের সুদূর আকাশ সাহিত্যপাঠের বিকল্প কিছু হতে পারে না। কোথাও যদি এই সাহিত্য সংখ্যা আমাদের একটুও মুক্তির আলো এনে দিতে পারে, একটি পত্রিকা সফল।
পাঠে থাকুন। আনন্দে থাকুন।
আলো আসবেই।