কবিতা
রাজীব মৌলিক
রোপণ
আমাকে ছড়িয়ে দাও বীজধান ভেবে
যদি বেড়ে উঠি
মরশুম শেষে
চিতার অনলে নয়
অভাবের রাতে
যেন জ্বলে উঠি…
মূল
মাটি খেয়ে বড়ো হলে গাছ
শাখা, ডাল, পাতা, ফুল, ফল
যতই আকাশচুম্বী হোক
হৃদয় ছড়িয়ে থাকে তার
সানুতলে…
আলপথ
কিছু কথা হোক
অকথা কুকথা
এভাবে হঠাৎ থেমে গেলে
যাতায়াত
ফসলের মাঠে
যত ঘাস চাপা পড়ে আছে
আল ফেটে বেরিয়ে আসবে—
আমাদের পুঁতে রাখা কাঁটা
অস্থায়ী
মনে মনে আমিও পা মেলে
বসি, শ্যামলীর পাশে
লুডু খেলি, খেলি পাশা
ওর দাঁত ঠিক যেন মাগুর চোয়াল
সোহাগের টোপ দিয়ে গিলে নিতে জানে
আমিও চেয়েছি শতবার
গিললে গিলুক দেহখানি
মন না জুটুক তবু
কিছুক্ষণ পচেগলে গেলে থাকি ওর
মায়াবী গজালে
জীবন
পথে রেখে এসেছি তোমায়
আমার জীবন
এখন বিরহ করো
দুঃখ করো
কেউ বলবে না
থামো
কেউ বলবে না
কান্না করলে তোমায় বড়ো বিশ্রী লাগে

রাজীব মৌলিক
জন্ম ১৯৯৮ সালের আগস্ট নদিয়ার মিঠাপুর গ্রামে। ২০১৯ সালে কল্যানী মহাবিদ্যালয় থেকে স্নাতক। কর্মহীন। প্রকাশিত কাব্যগ্রন্থ দু-টি: মেখলা ক্যাকোফোনি (২০১৯), ঘুণে ধরা শরীর (২০২১)। দু-টিই প্লাটফর্ম প্রকাশনী থেকে প্রকাশিত।