লেখক নয় , লেখাই মূলধন

আমাদের কথা

৩০ মার্চ, ২০১৩ সালে কয়েকজন কলেজ পড়ুয়ার উদ্যোগে কারমাইকেল হোস্টেল থেকে আত্মপ্রকাশ করে ‘তবুও প্রয়াস’। একটি অপরিকল্পিত পত্রিকা থেকে আজকের জার্নিটা খুব একটা সহজ ছিল না। অগোছালো একটি পত্রিকা থেকে আমরা ধীরে ধীরে পত্রিকায় নানা বিষয় নিয়ে কাজ করতে পেরেছি। ‘নৌকা’, ‘বাংলার কুটির শিল্প’, ‘গোপাল ভাঁড়’ প্রত্যেক সংখ্যা পাঠকের মনে জায়গা করে নিয়েছে। ২০১৬ থেকে পত্রিকার পাশাপাশি প্রকাশনীর কাজ শুরু হয়। ইতিমধ্যে আমরা একশোর কাছাকাছি বই প্রকাশ করতে পেরেছি। মননশীল বই করাই আমাদের প্রধান লক্ষ্য। সেইসঙ্গে আড়ালে থেকে যাওয়া নানা লেখককের বই প্রকাশ, যা আমাদের পাঠকের সঙ্গে নিবিড় সম্পর্কে গড়ে তুলতে সাহায্য করছে।

Facebook Comments

পছন্দের বই