লেখক নয় , লেখাই মূলধন

কবিতা

আকাশ মুখার্জী

ন্যাড়া পোড়া

খানিকটা দূরে একটা মাঠ
ঠিক তার পাশেই শ্মশান

কালো আকাশের বুক চিরে
সাদা ধোঁয়া মিলিয়ে যাচ্ছে…

দু-জনেই পুড়ছে
একজন শুয়ে
অপরজন
দাঁ
ড়ি
য়ে

নববর্ষ

পয়লা বৈশাখ, চারিদিকে কেনাকাটা চলছে
আট বছরের সুদীপ্তর নতুন জামা হয়ছে
তাও আবার হলুদ রঙের…

দোকানের পাশেই শুয়ে একটা ভিখিরি বাচ্ছা।
জন্ডিস হয়েছে।
চোখ-মুখ হলুদ হয়ে এসেছে

সমুদ্র

আমি জন্মাইনি
আমি মরবও না..

আমি পৃথিবীতে শুধু ছুটি কাটাতে এসেছি
কিছু বছর ছুটি কেটে গেছে

আর কিছু বছর বাকি…

ছুটি শেষ হলেই,
সমুদ্র আমার পায়ের ছাপ ধুয়ে দেবে

বাৎসরিক

সময়ের উত্তাপ সমস্ত ঘড়িকেই গলিয়ে দিয়েছে…
সমস্ত পাহাড়কেই ক্ষয় করেছে….

প্রতিটা বছর যায়, সময়ের চিতা আরও কতকিছুকে পুড়িয়ে দেয়…

এই চিতা কোনোদিনও নেভে না…
শুধু মানুষ খেয়ে নিজের খিদে মেটায়

মধ্যবিত্ত

প্রতিদিনই একটু একটু করে
শান্ত হচ্ছি।

শুধু ততটা শান্ত হচ্ছি না
যতটা হলে আমাকে মৃতপ্রায় মনে হবে।

ভিতরে একটা ড্যাম্প খাওয়া দেশলাই রেখে দিচ্ছি…
যাতে বারুদে বারুদে ঘষা খেলে,
আগ্নেয়গিরির মতো একবার জ্বলে উঠতে পারি

 

Facebook Comments

পছন্দের বই