Categories
ধারাবাহিক সুবোধ ঘোষ: অরিন্দম গোস্বামী

কথাসাহত্যিক সুবোধ ঘোষকে নিয়ে অরিন্দম গোস্বামীর ধারাবাহিক প্রবন্ধ

দ্বিতীয় পর্ব

সুবোধ ঘোষের গল্প 

দুই বিশ্বযুদ্ধের মধ্যবর্তী সময়টা বাঙালির কাছে ছিল স্বপ্ন-বিদ্রোহ-স্বপ্নভঙ্গ-হতাশা আর বিপর্যয়ের চলচ্চিত্র। মানুষ তখন মানুষের ওপর হারিয়ে ফেলেছে বিশ্বাস, পুরোনো ঘরবাড়ির মতো ভেঙে পড়েছে আদর্শ আর মূল্যবোধের এতদিনকার লালিত সৌধ। ঐ সময়ের শেষ পরিণতিতে কলম ডুবিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা লগ্নে ছোটোগল্প রচনার সূচনা করলেন সুবোধ ঘোষ।

Categories
ধারাবাহিক সুবোধ ঘোষ: অরিন্দম গোস্বামী

কথাসাহত্যিক সুবোধ ঘোষকে নিয়ে অরিন্দম গোস্বামীর ধারাবাহিক প্রবন্ধ

প্রথম পর্ব

এক লেখকের জন্মকথা

গত শতাব্দীর দুইয়ের দশক। বাবা সতীশচন্দ্র ও মা কনকলতার সাতটি সন্তানের মধ্যে দ্বিতীয় এই কিশোর। হাজারিবাগ জেলা স্কুলের ছাত্র। মেধাবী।
ছোটোবেলা থেকেই শালবন, পাহাড় আর জংলী-ঝরনা-নদীর সঙ্গে বন্ধুত্ব। ওয়ার্ডসোয়ার্থের কবিতা পড়ার অনেক আগে থেকেই কিশোরের মনে হতো— ঐ শালবনের বাতাস আর ঝরনার শব্দ যেন কথা বলছে।