উদাসী হাওয়ার পথে পথে…
কোঁকড়ানো বিড়ালের মতো
চৌকাঠে শুয়ে আছে রোদ
এ কথা লিখতে গিয়েই মনে পড়ছে
১
মাননীয় মেয়র, বুলডোজার অক্ষম হলে আগুন সক্ষম হয়ে উঠে। প্রেম অক্ষম হলে হিংসা সক্ষম হয়ে উঠে, শহরে বেহালা বাজালে যুদ্ধ ঝর্ণারা ফুলকি বিক্রি করে লাল তরমুজের মতো। ওড়নায় দিয়ে ধাক্কা দিচ্ছে হাওয়াইমিঠাই। আহ্বান নাই আপনার, যাত্রাপালায় রাজার পাঠ করতে চান! সার্টিফিকেটেরও করুনা করার চোখ আছে।