কোয়ারেন্টাইন
১
বদ্ধ সময়ের ইশারা হিলহিলে ছুটে যাচ্ছে
বিষ থেকে ফণার দিকে
২
দেওয়ালের গণ্ডিতে আটকে আমরা
কুহকের লেখা ও অন্যান্য গদ্য
কুহকের লেখা
একটা কুহক নিয়ে জন্মেছি যেন। যত এগোচ্ছি কেমন অদ্ভুত দৃশ্য খুঁজে পাচ্ছি। পর্দা সরালেই জগতের বাহার। মাংস অদলবদল হওয়ার কারিগর হয়ে উঠছি ক্রমে। কেন কী কারণ— এ-সব নয় মানুষের শরীরে এইসব বার্তা মানায় না। সংশয় যখন তৈরি হতে থাকে একটা তীর্যক জীবনের রহস্য খুলে আসে। কেউ কাউকে ক্ষতি করছে না।