ঋণ
শকুনিসমূহ ব্যাধ লোহাগাছ লোহা-ডালপালা
অন্তরাল থেকে আমাকে দেখেছ, ক্ষত
তোমার জন্মের আগেই নির্মিত হয়েছে অস্ত্র
তোলা ছিল চৈত্যে। বালি-সংযমে, বিষ-মাখা
তোমাকে খুঁজেছে এত দিন, এত রাত হিস হিস
রোগনাশা শহরের দিনলিপি
(ক)
এই যে আমার উত্তুরে জিহ্বাগ্রে লেগে থাকছে দক্ষিণী ব্যঞ্জন, এই অম্লস্বাদ তাড়ানোর উপায় কী প্রভু? এক দু-দিন করে সহস্র রাত চলে গেল এরূপ সাধনে। নম্র ত্বক ঘিরে কি কঠিন বল্মীক আবরণ আমার! খোলস ছাড়তেই দেখতে পাই সমগ্র শরীরে নোনাজলের দাগ— হলদেটে কালচে। চিকিৎসা বিজ্ঞান ঘেঁটেও এর কোনো উপশম নেই।