মুখোমুখি
ক্ষমা কোরো না আমায়
এই যে নতমুখে তোমার সামনে গিয়ে দাঁড়াই

এটাই কম কি পাওয়া বলো!
এই সুযোগ, এই দৃশ্য
অনেক দূর থেকে বিগ্রহের মতো দেখায়
জীবন, কতকিছুর নিবেদন
আমাদের অতৃপ্ত বোঝাবুঝি, অলক্ষ্যে ধর্ম হয়ে যায়
হাত সরাও
হাত সরাও। গা পুড়ে যাচ্ছে ওর তাপে। এই ন্যাকাপনা হাসি আর চাউনির পেছনে যে সাপ বাস করে, তাকে আমি চিনি। তার দ্বিখন্ডিত জিভে হিংসা ও লোভ লেগে আছে। লোভের বাইপাস কিছু নেই। সে কেবল ধ্বংস করতে জানে৷ চামড়া গুটিয়ে নিয়ে সাদা মাংস রোদে শুকোতে দেয়। মন্ত্র পড়া শুরু করলেই বলে ওঠে, এটা ম্লেচ্ছদের পাড়া। এখানে প্রেম নেই। যৌনতা আছে।