লেখক নয় , লেখাই মূলধন

চিত্রকলা

চঞ্চল সিংহ রায়

ডাইভার্সিটি

চঞ্চল সিংহ রায়

চঞ্চল সিংহ রায় একজন জাতীয় পুরষ্কারপ্রাপ্ত শিক্ষক। তিনি উত্তর, দক্ষিণ ও মধ্য আন্দামান দ্বীপপুঞ্জের উপকূলবর্তী এলাকা নিয়ে দীর্ঘ প্রায় দু-দশক ধরে কোস্টাল বায়ো ডাইভার্সিটির সংরক্ষণ এবং রক্ষা করার কাজ করে চলেছেন তাঁর তৈরি ‘কোস্টাল গ্রিন জোন’ প্রচেষ্টার মাধ্যমে। প্রকৃতিই তাঁর ভালোবাসা, একাত্ম হওয়ার ঠিকানা। ছবি আঁকা তাঁর কাছে একান্তে নিজের সঙ্গে কথোপকথন করার মতো।

পছন্দের বই