চিত্রকলা
হিরণ মিত্র

হিরণ মিত্র
জন্ম ১৯৪৫ সালে খড়গপুরে। এখন বসবাস কলকাতায়। চিত্রশিল্প, চলচ্চিত্র, নাটক ইত্যাদি নানা ক্ষেত্রে নিজস্ব ঘরানা তৈরি করে নিয়েছেন সেই ষাট-সত্তরের দশক থেকে। দেশে বিদেশে প্রদর্শনী, এবং স্থাপনাশিল্প চর্চা চলছে দীর্ঘ চল্লিশ বছর ধরে। নব্বই-এর পেইন্টার্স এইট্টি-র প্রাক্তন ও বর্তমানে ওপেন উইন্ডো শিল্পীগোষ্ঠীর সদস্য। অজস্র গ্রন্থের প্রচ্ছদ করেছেন, লিখেছেন শিল্প নিয়ে বহু গ্রন্থ। উল্লেখযোগ্য গ্রন্থ: আঁকাআঁকি ও অন্যান্য, হঠাৎ ঘুম ভেঙে, ঝরা সময়ের কথকতা, আমার ছবি লেখা, উষ্ণ আলোয়ানের পাশে, নিবারণ গলুইয়ের রাত ও অন্যান্য, চিত্র বিচিত্র কাহিনি ইত্যাদি।