লেখক নয় , লেখাই মূলধন

সুবীর সরকারের কবিতা

একটি সমাপ্তিসংগীত

চিত্র: জর্জিয়ো দি চিরিকো

‘আপনাকে গুরুত্ব দেবার আর কোনো প্রয়োজন
নেই আমার’
বাতাসহীন বাড়িতে বসে এখন
নুতন এক প্রস্তুতিপর্ব চলছে আমার
পৃথিবীর কোনো ভালোবাসাই কিন্তু দুর্বলতা
নয়
আসলে আমাদের সম্পর্কটা ছিল ঘাম ও
ঘামাচির মতো
কিন্তু খুব ক্লান্তি আর বিরক্তবোধ করছি
এখন
সব ঘোড়া লম্বা রেসের ঘোড়া হতে পারে না
মরে যাওয়া গাছের গোড়ায় জল ঢেলে
কোনো লাভ নেই
আমার চিরশত্রুর নাম আবেগপ্রবণতা
আমার শ্রেষ্ঠতম দুর্বলতার নাম সারল্য
আমি আপনাকে ছোট্ট কুয়োর ভেতর আটকে
পড়া ব্যাঙ ভাবতে চাইনি
আপনার প্রতিভার পাশে
আপনার দৃঢ় উচ্চারণগুলির পাশে পাশেই
থেকেছি তাই
আমার কবিতা জুড়ে ভাদ্রের কুকুর
আমার কবিতায় থোপা থোপা কাশিয়ার
ফুল
অহংকারী বাঘ আমি
পরাক্রম নিয়েই ঘুরে বেড়াচ্ছি সব ও সমস্ত
তল্লাট
গান শিখছি তরুণ ব্রিগেডের কাছে
আপনি ভালো থাকুন
আমার শুভেচ্ছা ঘিরে থাকবে
আপনাকে
আপনাকে ধন্যবাদ, অদ্ভুত এক পরিসর রেখে
গেলেন আমার জীবনে।
আর এস্যাইলামের ভিতর আলো ঢুকছে
আগুন ও উদ্‌যাপনের এই জীবন
আর পরাবাস্তব জলকাদায় সেইসব
সজারুরা

Facebook Comments

পছন্দের বই