লেখক নয় , লেখাই মূলধন

হাসনাত শোয়েবের কবিতা

হারানো কৃষিকাজ

চিত্র: জর্জিয়ো দি চিরিকো

তোমাদের যেসব এপ্রিল, বসে আছে আমার ক্ষোভের আড়ালে। ওত পেতে থাকি। হলুদের পাশে, রক্তের গভীরে। বিচ্ছিন্ন পাতাদের উড়াউড়ি। ধরতে চেয়েও, ক্রমশ ছুটতে থাকি।এই পথ আরও বেঁকে গিয়ে, দ্রিম দ্রিম ডাকাতের বন্দুকের শব্দ। বেজে উঠে বিয়ের আসরে। বর আসছে ঘোড়ায় চেপে। তার বুকের ভেতর জেগে উঠছে অজস্র রাত। সমুদ্রের গর্জন ছাপিয়ে আরও প্রকাশিত বিয়ে বাড়ি। ছোটো ছোটো বাতাসের ভেতর কান্নার শব্দ। এপ্রিলের রাতে, কতিপয় ক্ষোভ যখন এক দুই করে আসে। হলুদের পাশে রক্তের গভীরে। হারানো কৃষিকাজ জেগে উঠে মহাকাল ভাঙা ভোরে।

Facebook Comments

পছন্দের বই