লেখক নয় , লেখাই মূলধন

হিজল জোবায়ের-এর কবিতা

 চিত্র: জর্জিয়ো দি চিরিকো

সন্ধ্যাভাষা

শীতকালের কাছাকাছি এ সময়—
পৃথিবীর দিকে ঝুলে আছে অপার্থিব সন্ধ্যার ছায়া,
তোমার স্মৃতির বাইরে দেখো যেতেই পারছি না

শহরের শেষ মাথায় বুচারি হাউজ,
নমিতমান গাছপালায় ঢাকা

ছোটো ছোটো পায়ে হাঁটি,
আবার নতুন করে চোখ খুলে দেখি
এ কেমন নতুন চারপাশ!

বায়ু-সমুদ্রে আকাশমণি ভাসিয়েছে—
নৌকার মতো পাতা

জ্বর ছেড়ে গেল।

বাতাসে কীসের গোপন অঙ্গীকার,
জলাশয়ের পানিতে দুলছে অচেনা ফুলের ছায়া
গোধূলির ম্লান আলোয়— প্যাগোডার বিষণ্ণ মিনার থেকে শিস দিয়ে উড়ে গেল পাখি…

Facebook Comments

পছন্দের বই