লেখক নয় , লেখাই মূলধন

কবিতা

মামনি সরকার

চাঁদ, প্রেম ও অন্যান্য


গাছের কাণ্ড দেখে মনে হয়
নিজেকে আরও সংযমী করা প্রয়োজন
অথচ সেই গাছেরাই কি ব্যাপকভাবে জড়িয়ে থাকে
একে-অপরকে, সংযতহীনভাবে
এসব কথা ভাবতে ভাবতে আমি
সূর্যের সাথে বন্ধুত্ব করে ফেলি
আর সবুজ প্রান্তর ক্রমশ বিবর্ণ হতে থাকে
ক্লোরোফিলের তাচ্ছিল্যতায়


রাতের পরাগ লেগে থাকে বিমর্ষ চাঁদের যোনিতে
ভোরের চোখ ফোটার আগেই বিদায় নেয় রাত
ভোর জানে না তার পিতৃপরিচয়,
মাতৃকুলবৃত্তান্ত
শুধু জানে মায়ের গায়ে লেগে থাকা
কলঙ্ককে মুছতে হলে
সূর্যকে জাগিয়ে তোলা ভীষণ জরুরি।


অমাবস্যার ভেতর দিয়ে হেঁটে চলেছে ছায়া
বধির গলির ভেতর থেকে বেড়িয়ে আসছে পথ
ছায়াটি এবার হেঁটে চলছে পথ বরাবর
পথ এগিয়ে আসছে ছায়ার অনুসরণে
আর এই ছায়া-পথের সংরাগে জন্ম নিচ্ছে
অভিসারের গোলাপখাস


প্রচণ্ড উত্তাপে মনে হয়
এখনি গ্রহণ লেগে যাক সূর্যের বুকে,
রক্তাভ হয়ে উঠুক পৃথিবী।
প্রাণপণে এই কামনা করতে থাকা আমি
আদতেও বুঝতে পারি না
রাহু একটু একটু করে গিলে ফেলছে
আমার হৃদয়ের সর্বস্ব জ্যোতি।


ভোরের সাথে সম্পর্ক জুড়ে মনে হয়
রাতের মতো প্রতারক দ্বিতীয়টি নেই আর
তারপর ভোরও চলে যায়
নিঃসংকোচে

এই ঢ্যামনা পৃথিবীর ভালোবাসা দেখে
উপরের দিকে থুতু ছেটাই
অশ্রাব্য গালিতে ভরিয়ে দিই আকাশ-বাতাস চৌ-দিক

শেষমেষ হাওয়াই চটি পায়ে গলিয়ে
বিষণ্ণ বিকেলের সাধনা করতে বসি
নিঃসংকোচে

Facebook Comments

পছন্দের বই