লেখক নয় , লেখাই মূলধন

অমিতাভ মৈত্রের কবিতা সংগ্রহ

যে কবি গতানুগতিকতা ত্যাগ করে এক নিজস্ব জগৎ তৈরি করেছেন, তাঁদের মধ্যে অমিতাভ মৈত্র উল্লেখযোগ্য।

‘পতনকথা’, ‘টোটেমভোজ’, ‘ষাঁড় ও সূর্যাস্ত’, এবং ‘পিয়ানোর সামনে বিকেল’ বহুদিন ধরে পাওয়া যায় না।

আগামী বইমেলায় ‘তবুও প্রয়াস’ থেকে প্রকাশ হবে এই চারটি বই নিয়ে অমিতাভ মৈত্রের ‘কবিতা সংগ্রহ’।

প্রচ্ছদ: সন্তু দাস

Facebook Comments

পছন্দের বই