শিল্পকর্ম
প্রতাপ হালদার

প্রতাপ হালদার
জন্ম ১৯৮৬ সালের ১লা নভেম্বর নদিয়া জেলার শান্তিপুরে। পড়াশোনা রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় এমএ । পেশা গৃহশিক্ষকতা। শিল্পের প্রতি আগ্রহ আসে প্রাইমারি স্কুলে কর্মশিক্ষার ক্লাসে মাটির কাজ দিত তা থেকে। পরে ২০০৭ সাল থেকে বাঁশের মোথা দিয়ে শিল্পচর্চা শুরু। দু-বার প্রর্দশনী হয়েছে।