Description
কে বড়ো করে তুলেছিল তাকে? সুখ না বিরহ? সে জানে না। তার মনের চোখে কেবল একটি ছবি ওঠে ভেসে। বাবার হাত ধরে কুর্চি গাছের তলা থেকে কিছু ফুল কুড়িয়ে আনার ছবি। স্মৃতিমাখা গদ্যে লেখা এ বই কিছু মুহূর্তের ফুল হয়ে ফুটে উঠেছে। ছোটো ছোটো সময় যাপন— যে-সময় যাপনের একান্ত স্মৃতি, যে-মনোময় বস্তুপুঞ্জের বিবরণ লেখাগুলিতে আছে তা দেখার দৃষ্টি সকলের থাকে না। কেজো জগতের বাইরে নিত্যকালের আলো অশ্রু নিয়ে এ বই চারুর সহজপাঠ।
Hey! I could have sworn I’ve been to this website before but after browsing through some of the post I realized it’s new to me. Nonetheless, I’m definitely delighted I found it and I’ll be book-marking and checking back often!
This is a very good tips especially to those new to blogosphere, brief and accurate information… Thanks for sharing this one. A must read article.