By BARUNKUMAR CHAKRABARTY
বিস্মৃত-অবিস্মৃত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
₹250.00 ₹213.00
কবি ঈশ্বরচন্দ্র গুপ্ত নিয়ে এখবও পর্যন্ত সেরা আলোচনা যাঁর তিনি ঈশ্বর গুপ্তের শিস্য বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তাই বলে ঈশ্বর গুপ্ত সম্পর্কিত আলোচনা তো থেমে থাকেনি, কেন-না ঈশ্বরচন্দ্র গুপ্তের বঙ্গসাহিত্যে ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। বিশেষত তাঁর ‘সংবাদ প্রভাকর’ পত্রিকা সম্পাদনা। ঈশ্বরচন্দ্র গুপ্ত নিয়ে আলোচনা করেছেন অমিতকুমার বন্দ্যোপাধ্যায়, ভবতোষ দত্ত, তারাপদ মুখোপাধ্যায় এবং আরও অনেকে। বর্তমান গ্রন্থের গুরুত্ব হল ঈশ্বরচন্দ্র গুপ্ত সম্পর্কে ভ্রান্ত ধারণার নিরসন। ‘সংবাদ প্রভাকর’-এর নিরিখে লেখক প্রমাণ করেছেন তিনি মোটেই বিদ্যাসাগর বিরোধী ছিলেন না, বিরোধী ছিলেন না বিধবা বিবাহেরও।
Leave a Reply