Description
গ্ৰামবাংলার আনাচে কানাচে ছড়িয়ে আছে অসংখ্য লোকদেবতা। পটচিত্র, সরাচিত্র, বারিঘট, পোড়ামাটির হাতি ঘোড়ার মতো বিভিন্ন লোকশিল্পকলার মাধ্যমেই এঁরা পূজিত হন। ধর্মীয় উদ্দেশ্যে ব্যবহৃত হলেও নান্দনিক আবেদন ও সাংস্কতিক ইতিহাসের প্রেক্ষিতে লোকসংস্কৃতি গবেষক, পাঠক, সংগ্ৰাহকের কাছে যার মূল্য অপরিসীম। বর্তমান বইটিতে বাংলার এই লোকশিল্পগুলিকে এক বিশেষ দৃষ্টিভঙ্গি থেকে পাঠকদের সামনে উপস্থিত করানোর প্রচেষ্টা হয়েছে।
Leave a Reply