Description
শ্রীলঙ্কার তামিল কবি কাশী আনন্দন রচিত ‘কাশী আনন্দন নড়ুক্কুগল্’ তামিল বইটির প্রথম প্রকাশ হয় আশির দশকে। বইটির মূল আকর্ষণ এক বিশেষ ধরনের সাহিত্যকাঠামো— ৭৫টি নড়ুক্কু কবিতা, যা কাশী আনন্দনের লেখাকে অন্যান্য তামিল সাহিত্যধারার থেকে স্বতন্ত্র করে তুলেছে। নড়ুক্কু— শব্দটির আক্ষরিক অর্থ টুকরো বা খণ্ড, যা সংগ্রামী সময়ের আহ্বান ছাড়া আর কিছুই নয়। নড়ুক্কুগুলি প্রথম প্রকাশিত হয় কবিবন্ধু পাবৈ চন্দ্রনের সম্পাদনায় ‘মুত্তারম্’ পত্রিকায়। তারপরে যথাক্রমে সুব বীরপাণ্ডিয়নের ‘ইনি’ পত্রিকায় এবং না অরুণাচলনারের ‘নন্দন’ পত্রিকায়। সবশেষে বই হিসেবে গ্রন্থিত হওয়ার আগে ‘আনন্দ বিকটন্’ পত্রিকার একটি বিশেষ সংখ্যায় নড়ুক্কুগুলির সচিত্র প্রকাশ হয়। ইতিপূর্বে এই বইটির অনুবাদ হয়েছে শুধুমাত্র ইংরেজি ভাষায়। যেখানে অনুবাদক মীনা কান্দস্বামী নড়ুক্কুগুলির নাম দিয়েছেন পয়েন্ট ব্ল্যাঙ্ক। এখন এই বইয়ে তাঁর ৭০টি নড়ুক্কুর বাংলা অনুবাদ এখানে গ্রন্থিত হল।
Leave a Reply