Description
সাংসারিক ও সাধন জীবনের দ্বন্দ্বে মুহ্যমান ঋত, গঙ্গাবক্ষে নিজের প্রাণ বিসর্জন দিতে সচেষ্ট হয়। কিন্তু গঙ্গা তার প্রাণ গ্রহণ করেনি, বরঞ্চ তাকে নিয়ে আসে ত্রিকায়গঙ্গার পারে, তন্ত্রের পীঠভূমি শম্ভলে। কিন্তু দেবভূমি শম্ভলের দেবকল্প সাধকবৃন্দের জীবনচর্যা ঋতের মনে সংশয়ের জন্ম দেয়— জন্ম দেয় নানান প্রশ্নের… সে সন্দিগ্ধ হয়ে ওঠে এই ভেবে যে, এই শম্ভল কি আদৌ স্বর্গ, না কি আত্মহত্যার ফলে প্রাপ্ত এক নরক? শম্ভলে প্রাপ্ত আধ্যাত্মিক জীবন এবং ফেলে আসা দোলাচলের সাংসারিক জীবনের মাঝে, ঋতের জীবন যেন এক অভিযান— জীবনের প্রকৃত অর্থ, তন্ত্রের নতুন সংজ্ঞা এবং মুক্তির কাণ্ডারী সদগুরু প্রাপ্তির এক অভিযান…
Leave a Reply