Description
কবিতার পাশাপাশি বিচিত্র বিষয় নিয়ে গদ্য লিখে চলেছেন পার্থজিৎ চন্দ। বিষয় থেকে বিষয়ান্তরে চলে যাওয়া এবং আশ্চর্য প্রশ্নের মুখে পাঠককে দাঁড় করিয়ে দেওয়া তাঁর গদ্যের অন্যতম বৈশিষ্ট্য। ইতিহাস অর্থনীতি পুরাণ সন্ত্রাস ইত্যাদিকে আশ্রয় করে এ-লেখাগুলিকে ইন্টারটেক্সক্টচুয়ালিটির নিরিখে বিচার করা যেতে পারে। চুম্বকের মতো টেনে রাখে তার ভাষার জাদু; কবির গূঢ় অন্বেষণের এক অনুপম নিদর্শন এ-গ্রন্থ।
Leave a Reply