Description
‘তোমাকে হবে না বোঝা’— খানিক বিরতির পর হাতে বোনা কথা নিয়ে গড়ে ওঠা এই নতুন কাব্যসংকলন। যা ধরে রাখছে কবি সঙ্ঘমিত্রার অভিযাত্রার এমন এক বাঁক যেখানে এসে পড়েছে গম ধোওয়া আলো। দৃশ্যে দৃশ্যে টলমল করে উঠছে হৃদয়ের পা। যেন-বা তা এক আস্ত রোদের নভেল। কিংবা, কেবল একটা বুনোফুল। আড়াল করার ছলে মুহ্যমান লিখে রাখা একটি ছোটো ও বিরাট পৃথিবীর কথা। লেখায় লেখায় কখনো তা একা মনের হৃদয়তাঁত, তার স্বপ্নচিন্তাপ্রেম, ভরাডুবি; কখনো-বা অনেকানেক মানুষের মনোকষ্ট, শিরায় জমানো চিৎকার। উভয়প্রকারেই, ঘুরে বেড়ায় এক সারাক্ষণের মাছি, বাজতে থাকে এক সর্বক্ষণের ঝুমঝুমি।
Leave a Reply